শ্রেণিকক্ষেই পড়ুয়দের টিউশন পড়ার চাপ স্কুল শিক্ষকদের,অভিযোগ গৃহ শিক্ষকদের


নিজস্ব সংবাদ প্রতিনিধি,দিনহাটা,১৮ নভেম্বর ২০২৪:  
গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি গৃহ শিক্ষকদের। সোমবার দুপুরে গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েত কার্যালয় গিয়ে প্রধান মহেশ বর্মনের হাতে স্মারকলিপি প্রদান করেন পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির অন্তর্গত গোবরাছড়া নয়ারহাট অঞ্চল কমিটির গৃহ শিক্ষকরা।



 গৃহ শিক্ষকদের অভিযোগ নয়ারহাট উচ্চ বিদ্যালয়ে কর্মরত কতিপয় শিক্ষক বিদ্যালয়ের পঠন-পাঠন চলাকালীন সময়ে শ্রেণীকক্ষে ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত ব্যাচে টিউশন পড়ার অনৈতিক চাপ সৃষ্টি করে। এছাড়াও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় গৃহ শিক্ষকদের দ্বারা পরিচালিত কোচিং সেন্টারের নামে অবান্তর অপবাদ দিয়ে নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কোচিং সেন্টারে টিউশনি পড়তে বাঁধা প্রদান করছেন। 


বিস্তারিতভাবে একাধিক অভিযোগ জানিয়ে নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের কতিপয় শিক্ষকদের বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক  কল্যাণ সমিতির অন্তর্গত গোবরাছড়া নয়ারহাট অঞ্চল কমিটির গৃহ শিক্ষকরা।

Post a Comment

0 Comments