সংবাদপত্র ডেস্ক,২২নভেম্বর ২০২৪ঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা এলাকার রাজা হলিতে গত নভেম্বর মাসের ১ তারিখে একটি খুনের ঘটনা ঘটে। এরপর অভিযোগ ওঠে স্থানীয় দুষ্কৃতীদের চাহিদা মত অর্থ দিতে না পারায় ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা।
তবে পুলিশের তদন্তে উঠে আসে অন্য বিষয়, জানা যায় জুয়া খেলা নিয়ে বিবাদ আর তার জেরেই খুন হয় মোহাম্মদ জহুরী।
এই ঘটনায় দশ জনের নামে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করে মোঃ জহুরীর পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ প্রথমে একজন পরে দুজনকে গ্রেফতার করে। অভিযোগ এই ঘটনায় যুক্ত আরো অনেকেই গা ঢাকা দিয়ে রয়েছে। তাদের গ্রেপ্তার নিয়ে তেমন কোন আগ্রহ দেখাচ্ছে না নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আর এই কারণেই শুক্রবার নিউ জলপাইগুড়ি থানার সামনে বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করল মৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা।
0 Comments