সংবাদপত্র ডেস্ক,২২নভেম্বর ২০২৪ঃ সোনারপুরে একটি ইমেলকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়াল সোনারপুর থানা এলাকার একটি বেসরকারি স্কুলে।
শুক্রবার সকালে স্কুল চলাকালীন মেল আসে স্কুলে। স্কুল সূত্রের খবর, স্কুলে বোমা আছে বলে লেখা ছিল মেলে। খবর দেওয়া হয় পুলিশকে। প্রশাসনের নির্দেশে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। স্কুলের হস্টেল থেকেও পড়ুয়াদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। কোথা থেকে মেল এল, তা খতিয়ে দেখছে পুলিশ।
0 Comments