ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে বিজেপি বিধায়কের নেতৃত্বে পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধ জনতার।

সংবাদপত্র ডেস্ক,২১নভেম্বর ২০২৪ঃ  ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে বিজেপি বিধায়কের নেতৃত্বে পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধ জনতার। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি জনতার, পাল্টা লাঠিচার্জ এবং টিয়ারসেল পুলিশের। ঘটনায় পুলিশের কাছে আটক বিজেপি বিধায়ক সহ ১৬ জন। ঘটনাটি নদীয়ার কল্যানী থানার অন্তর্গত কাছারিপাড়া এলাকায়। 








জানা যায় কাছারিপাড়া এলাকায় পৌরসভার তত্ত্বাবধানে একটি ডাম্পিং গ্রাউন্ড চিহ্নিত জায়গায় পাঁচিল দেওয়ার কাজ চলছিল।। কাজ চলাকালীন হঠাৎ বাধা দেয় এলাকাবাসী। এলাকাবাসীর নেতৃত্বে ঘটনাস্থলে যান কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বিজেপি বিধায়ক এর দাবি আদালতের তরফ ওই জায়গাটির কাজের জন্য স্টেট অর্ডার দেওয়া সত্ত্বেও পৌরসভা জোরপূর্বক কাজ করছে। যেহেতু ওই এলাকায় প্রচুর চাষিরা রয়েছেন যারা চাষবাস করেন গন্ধে আর চাষ করতে পারবেন না। যদিও পরবর্তীকালে আবারো কাজ শুরু করে পৌরসভা। আজ আবারো ওই এলাকার একাধিক বাসিন্দারা কাজ বন্ধ করতে যান। আর তাদের নেতৃত্বে যান বিজেপি বিধায়ক অম্বিকা রায়। দীর্ঘ কোণ পুলিশের সঙ্গে কথা বলেন তিনি। পরবর্তীকালে হঠাৎ কথা কাটাকাটির মধ্যেই পুলিশ লাঠিচার্জ শুরু করে। এরপরে জনতত্ত্বরফ থেকে পাল্টায় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চলতে থাকে। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশের তরফে টিয়ার শেল ফাটানো হয়। এরপরেই বিজেপি বিধায়ক অম্বিকা রায় কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সেই সঙ্গে আন্দোলনকারী 16 জনকে আটক করে পুলিশ। এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণী এলাকায়।


Post a Comment

0 Comments