পাচারের আগে ২৪ টি গরু সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করলো মেটেলি থানার পুলিশ ।

সংবাদপত্র ডেস্ক,২১নভেম্বর ২০২৪ঃ  পাচারের আগে ২৪ টি গরু সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করলো মেটেলি থানার পুলিশ। ধৃত তিন ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।






 মেটেলি থানা সূত্রে জানা যায়, বুধবার রাত প্রায় তিনটা নাগাদ শিলিগুড়ি থেকে জাতীয় সড়ক ধরে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে গাড়িতে করে ওই গরুগুলিকে পাচার করা হচ্ছিল। মেটেলি থানার পুলিশ চালসা গোলাইয়ে গাড়িগুলিকে দেখে সন্দেহ হয়। এরপরেই তারা গাড়িগুলিকে আটক করে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করে। গাড়িতে থাকা ব্যক্তিরা গরুগুলির  প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারায় তাদেরকে রাতেই থানায় নিয়ে যাওয়া হয়। গরুগুলিকে রাতেই বাতাবাড়ির একটি খোঁয়াড়ে এনে রাখা হয়। জানা যায় ধৃত তিন ব্যক্তি নকশালবাড়ি এলাকার বাসিন্দা। এদিন তাদের কোর্টে পাঠায় পুলিশ। ঘটনায় আরো কেউ যুক্ত আছে কিনা তার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


Post a Comment

0 Comments