লাইসেন্স ও পেট্রোল ছাড়াই চলবে এই স্কুটি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি

 হরিশ্চন্দ্রপুর,১৮ নভেম্বর : লাইসেন্স ও পেট্রোল ছাড়াই চলবে এই স্কুটি

(Scooty)। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সোমবার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা হাই স্কুল রোডে পরিবেশ বান্ধব ইলেকট্রিক স্কুটির শোরুম উদ্বোধন করা হল। একবার চার্জ করলে চলবে ৬০-৭০ কিলোমিটার। দাম মাত্র ৪৫ হাজার টাকা।


চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত রয়েছে বিশেষ ছাড়। যে কোন মডেলের স্কুটি কিনলেই পেয়ে যাবে ২ হাজার টাকা ছাড়। স্কুটি শোরুম এর কর্নধার আব্দুস সালাম বলেন,এটি একটি ব্যাটারি চালিত পরিবেশ বান্ধব ইলেকট্রিক স্কুটি। একবার চার্জ করতে খবর হবে মাত্র ১০-১৫ টাকা।

তিনটি মডেলের স্কুটি পাওয়া যাবে শোরুমে। একবছর ওয়ারেন্টি থাকছে। স্কুটি গুলো সরাসরি দিল্লির কারখানা থেকে আনা হয়েছে। তাই সুলভ মূল্যে উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি

Post a Comment

0 Comments