সংবাদপত্র ডেস্ক,২০ নভেম্বর ২০২৪ঃ মহাভারত থেকে আমরা জানতে পারে, বনবাস কালে পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদীর তৃষ্ণা মেটানোর জন্য ধর্মরাজের দশ প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন স্বয়ং যুধিষ্টির। তিনি তাঁর সকল প্রশ্নের উত্তর দিয়ে ভাইদের প্রাণ ফিরিয়ে এনেছিলেন ও তৃষ্ণার জল নিয়েছিলেন। আজকে আমরা সেই প্রশ্ন ও উত্তরগুলো একবার দেখে নেবো।
*প্রশ্ন - কিভাবে কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারে? কিভাবে সে মহৎ হতে পারে?
*উত্তর - বেদ অধ্যয়ন করে একজন ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারে। সাধুসুলভ ব্রহ্মচর্য অবলম্বন করে সে মহৎ হতে পারে।
*প্রশ্ন - ব্রাহ্মণদের দেবত্ব প্রতিষ্ঠিত হয় কিসে? ব্রাহ্মণের গুণ কী?
*উত্তর - বেদ অধ্যয়ন ব্রাহ্মণদের মধ্যে দেবত্ব প্রতিষ্ঠা করে। ব্রহ্মচর্য ব্রাহ্মণের গুণ।
*প্রশ্ন - কে পৃথিবীর চেয়েও ভারী? কে স্বর্গের চেয়েও উঁচু? কে বায়ুর চেয়েও দ্রুতগামী? ঘাসের চেয়েও সংখ্যায় বেশি কী?
*উত্তর - মা পৃথিবীর চেয়েও ভারী। বাবা স্বর্গের চেয়েও উঁচু। মন বায়ুর চেয়েও দ্রুতগামী। দুশ্চিন্তা ঘাসের চেয়েও সংখ্যায় বেশি।
*প্রশ্ন - ধর্মের সর্বোচ্চ আশ্রয় কী?
* উত্তর - ঔদার্য ধর্মের সর্বোচ্চ আশ্রয়।
*প্রশ্ন - সকল প্রশংসনীয় বস্তুর মধ্যে শ্রেষ্ঠ প্রশংসনীয় কোনটি? সকল ধনের মধ্যে শ্রেষ্ঠ ধন কোনটি?
*উত্তর - দক্ষতা সকল প্রশংসনীয় বস্তুর মধ্যে শ্রেষ্ঠ প্রশংসনীয়। বিদ্যা সকল ধনের মধ্যে শ্রেষ্ঠ ধন।
*প্রশ্ন - পৃথিবীতে পরম ধর্ম কী?
*উত্তর - আঘাত না করাই পরম ধর্ম।
*প্রশ্ন - কোন শত্রু অপরাজেয়?
* উত্তর - রাগ হল অপরাজেয় শত্রু।
*প্রশ্ন - হে রাজা, মোহ কী? গর্ব কী?
*উত্তর - নিজের কর্তব্যকে না জানার নাম মোহ। নিজের কথা বেশি ভাবাই গর্ব।
*প্রশ্ন - ঋষিরা কাকে স্থৈর্য বলেছেন? সাহস কী?
*উত্তর -
0 Comments