লোকাল ট্রেনে অনুষ্ঠান করে হয়ে গেলো আইবুড়ো ভাত

সংবাদপত্র ডেস্ক,০৫ ডিসেম্বর ২০২৪ঃ লোকাল ট্রেনের নিত্য যাত্রীরা এক অদ্ভুত পারিবারিক সম্পর্ক গড়ে তোলে সকলের সঙ্গে। তাই লোকাল ট্রেনে হয় নানা পারিবারিক অনুষ্ঠান। এবার হলো আইবুড়ো ভাত। আইবুড়ো ভাত। তাও বাড়িতে নয়, ট্রেনের কামরায়। হ্যাঁ, ঠিকই পড়েছেন, চলন্ত ট্রেনের কামরায় যুবকের আইবুড়ো ভাত উদযাপন করলেন সহ-যাত্রীরা। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। প্রতিদিনের যাত্রা পথে নির্দিষ্ট কামরায় ওঠা যাত্রীরা হয়ে ওঠেন ‘পরিবারে’র সদস্য। তেমনই বনগাঁ-শিয়ালদহ শাখায় প্রতিদিন সকাল ৮টা ৮-এর ট্রেন ধরেন শুভেন্দু চক্রবর্তী। চার মাস ধরে যাতায়াত করছেন তিনি। রোজনামচার জীবনে নিত্য যাওয়া আসার পথে গড়ে উঠেছে ট্রেনযাত্রীর বন্ধুত্ব, যা হয়ে গিয়েছে পরিবারের মতো। জানুয়ারি মাসে নতুন প্রজন্মের যাত্রীদের মধ্যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বছর সাতাশের শুভেন্দু। তাই ট্রেনেই তাঁকে আইবুড়ো ভাত খাওয়ানোর সিদ্ধান্ত নেন সহযাত্রী বন্ধুরা। যেমন ভাবনা তেমন কাজ! শুভেন্দু ট্রেন ধরার আগেই সাজিয়ে ফেলা হয়েছিল ট্রেনের নির্দিষ্ট কামরা।



  খাবারের আয়োজনে কোনও খামতি ছিল না। কী ছিল না অভিনব আইবুড়ো ভাতের মেনুতে! সাদা ভাত, পাঁচ রকম ভাজা, কচু শাক, মাছের মাথা, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট মাছা, মটন কষা, চাটনি, পাপড়, মিষ্টি, পান-সহ এলাহী আয়োজন। সহযাত্রীরা হবু বরকে শুভেচ্ছা জানান, দেন উপহারও।  এমন সারপ্রাইজ পেয়ে অবাক শুভেন্দু। কী বলবেন বুঝে পাননি তিনি। আসল কথা, জানুয়ারির ২৪ তারিখ কাঁচড়াপাড়ায় হইহই করে বিয়ে করতে যাবেন শুভেন্দু। 


Post a Comment

0 Comments