সংবাদপত্র ডেস্ক,০৫ ডিসেম্বর ২০২৪ঃ দিন দুই হলো পারদের পতন শুরু হলেও সেভাবে এখনও শীত পড়ছে না। তবে এবার শীতের বার্তা শোনাচ্ছে আবহাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর,সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) পারদ পতন হবে অনেকটা। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কয়েক জেলায়। সবমিলিয়ে কেমন থাকবে আবহাওয়া? রইল সম্পূর্ণ পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর -পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে। আজ তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও, শুক্রবার থেকে পরবর্তী তিন দিনে দক্ষিণবঙ্গে ৩-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। অর্থাৎ উইকেন্ডে জমিয়ে শীত। তবে এর মধ্যে বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিকে চলতি সপ্তাহে ভোগাতে পারে কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশায় থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কয়েকটি এলাকায়৷ আজ কুয়াশার সতর্কতা জারি হয়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। কুয়াশার কারণে সকালের দিকে দৃশ্যমানতার অভাব হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত ৯ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে ভালো শীতের পূর্বাভাস আছে।
অন্যদিকে উত্তরবঙ্গে ঠান্ডা বেড়েই চলেছে। পাহাড়ে ইতিমধ্যে ভালোই ঠান্ডা পড়েছে।
রাতের তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে সমতলের জেলাগুলিতেও। এরই মাঝে আজ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় আজ ও আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে।
0 Comments