আদানি গোষ্ঠী প্রচুর বিনিয়োগ করতে চলেছে বিদ্যুৎ ও সিমেন্টে

 সংবাদপত্র ডেস্ক, 13 জানুয়ারি , 2025: বাণিজ্যর নতুন দরজা খুলে দিয়ে নতুন করে উদ্যোগ নিয়েছে আদানি গোষ্ঠী। তবে বেশি ভাগ্য খোলের সম্ভাবনা ঝাড়খন্ডের। খবরে প্রকাশ, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাঁইয়ের সঙ্গে বৈঠকের পর এমনটাই ঘোষণা করেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। তিনি জানান,৬৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে তারা। আদানি গোষ্ঠী সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ ও সিমেন্ট-সহ মোট দু’টি ক্ষেত্রে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চলেছে তারা। ছত্তীসগঢ়ের রায়পুর, করবা ও রায়গড় এলাকায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে চলেছে তারা। যার খরচ হিসাবে ধার্য করা হয়েছে ৬০ হাজার কোটি টাকা। 



  সাংবাদিকদের তিনি বলেন, এই তিনটি কেন্দ্রের মাধ্যমে সেই রাজ্যে বিদ্যুৎ তৈরির ক্ষমতা বেড়ে দাঁড়াবে ৬ হাজার ১২০ মেগাওয়াট। বাকি ৫ হাজার কোটি টাকা খরচ করা হবে সিমেন্ট নির্মাণকারী কেন্দ্র তৈরিতে, এমনটাই খবর আদানি গোষ্ঠী সূত্রে। স্বাভাবিক কারণেই সামনে আসছে বড়ো কর্ম সংস্থান। উৎফুল্ল ঝাড়খন্ড সরকার। এ ছাড়াও আগামী চার বছরে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য,স্কিল ডেভেলপমেন্ট ও পর্যটন খাতে আরও দশ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে আদানি গোষ্ঠী।


Post a Comment

0 Comments