QR কোড স্ক্যান করলেই জানতে পারবেন গাছের পরিচয়

  সংবাদপত্র ডেস্ক, 13 জানুয়ারি , 2025: এটাও হয়তো মোদীজির 'ডিজিটাল ভারত' এরই একটা অংশ। একদম অত্যাধুনিক প্রযুক্তি। চন্দন নগর গড়ে উঠেছিল ফরাসিদের হাত ধরে। তখনই গঙ্গার পার ধরে লাগানো হয়েছিল প্রচুর গাছ। এবার সেই গাছের সম্পূর্ণ ইতিহাস সামনে আনলো পৌরসভা। প্রাথমিক ভাবে চন্দননগর পাতাল বাড়ি থেকে স্ট্যান্ড ঘাট ও বড়বাজার লাগোয়া এলাকায় ২৪৯ টি গাছে পরিচয় পত্র তৈরি হয়েছে। ১২ টি গাছের কিউ আর কোড আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন চন্দননগর মেয়র রাম চক্রবর্তী। চন্দননগর রানিঘাটে তিনশো বছরের প্রাচীন একটি বট গাছের কিউ আর কোড এর উদ্বোধন করেন মেয়র। প্রত্যেকটি গাছের জন্য তৈরি হয়েছে আলাদা আলাদা কিউ আর কোড। গাছের পরিচয় পত্র থেকে যে কেউ মোবাইল স্ক্যান করে গাছ সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পারবেন খুব সহজেই। কী প্রজাতির গাছ, কত বয়স, কী উপকারিতা আছে কোথায় কোথায় পাওয়া যায় তার যাবতীয় তথ্য এক ক্লিকেই পাওয়া যাবে। 



  এই অভিনব পদ্ধতির মাধ্যমে আমি আপনি সহজেই জেনে যেতে পারবো সেই গাছের ইতিহাস। চন্দননগর মেয়র রাম চক্রবর্তী বলেন, “চন্দননগর শহরের ইতিহাস অনেক। বহু মানুষ বিদেশ থেকেও চন্দননগর শহরে আসেন। তারা এই প্রাচীন গাছ গুলো দেখে অনেক সময় তাদের সম্পর্কে জানতে চান।আমরা তাই এই ব্যবস্থা করেছি। গাছের নম্বারিং যেমন থাকবে তেমনি কিউআর কোড লাগানো থাকবে।যেটা স্ক্যান করলে গাছ সম্বন্ধে যাবতীয় তথ্য পাওয়া যাবে।” এই সুন্দর উদ্যোগকে সকলের স্বাগত জানিয়েছেন।

 

Post a Comment

0 Comments