শুরু হয়ে গেলো মহাকুম্ভর শাহী স্নান

  সংবাদপত্র ডেস্ক, 13 জানুয়ারি , 2025:   লক্ষ লক্ষ মানুষে শুরু হলো প্রয়াগে শাহী স্নান। সোমবার ভোর রাতেই শুরু হয়ে কায় পুণ্য স্নান। শুরু হচ্ছে কুম্ভমেলা। এদিন মেলা (Mahakumbh Mela 2025) শুরুর আগেই বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh CM)। শুভেচ্ছা জানিয়েছেন পৌষ পূর্ণিমার। তিনি লিখছেন, আজ থেকে তীর্থরাজ প্রয়াগরাজে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সমাবেশ 'মহা কুম্ভ'। মেলায় আসা সমস্ত ভক্ত এবং পূর্ণারর্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে কুম্ভমেলা উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রয়াগরাজ জুড়ে। পুলিশের তৎপরতা তুঙ্গে। এখন পর্যন্ত খুবই শৃঙ্খলার সঙ্গে চলেছে পুণ্য স্নান।



  শুধুই দেশের মানুষ নয়, বিদেশ থেকেও  বহু মানুষ যোগ দিয়েছে এই পুণ্য স্নানে। দেখা গেছে রাশিয়া থেকে আসা এক তরুণীকে। লাখো লাখো মানুষের ভিড় আর আবেগ দেখে আপ্লুত তিনিও। বলছেন, এটাই আসল ভারত। মানুষের এমন উৎসাহ দেখে আমি পুরো আপ্লুত। রীতিমত গোটা শরীর আমার কাঁপছে বলেও উল্লেখ ওই তরুণীর। শুধু তাই নয়, ওই তরুণী বলছেন, মেরা ভারত মহান। ভারত যে কত বড় দেশ তা এখানে না আসলে বোঝা যেত না।


Post a Comment

0 Comments