আজকের আবহাওয়া 05 জানুয়ারি ,2025

সংবাদপত্র ডেস্ক, 05 জানুয়ারি , 2025: সকাল থেকেই পুরো দক্ষিণবঙ্গে প্রবল কুয়াশা। শীত এসে এসেও আবার থমকে দাঁড়িয়েছে পশ্চিমি ঝঞ্ঝার জন্য। আগামী ২ দিন ফের বাড়তে চলেছে তাপমাত্রা।



  আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (Kolkata Weather) সর্বোচ্চ তাপমাত্রা  থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা  থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যদিও সোমবার থেকে তাপমাত্রায় বদল দেখা দেবে। 

সোমবার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমী ঝঞ্ঝায় বাধা প্রাপ্ত হয়েছে শীতল উত্তুরে হাওয়া। এদিকে বঙ্গোপসাগরে থেকে পূবালী হাওয়ার প্রভাবের জেরে বঙ্গে শীতের পথে কাঁটা। তবে ২ দিন তাপমাত্রা বাড়ার পর ফের বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রিতে পৌঁছতে পারে। তার পরের চারদিন তাপমাত্রায় তেমন বড় পরিবর্তনের পূর্বাভাস নেই। কিন্তু সপ্তাহান্তে অর্থাৎ শনি রবি থেকে শুরু করে পরের মঙ্গলবার পর্যন্ত ফের বাড়তে পারে তাপমাত্রা। তবে পশ্চিম পশ্চিমবঙ্গে কিন্তু তাপমাত্রার পতন অব্যাহত। বাঁকুড়া, পুরুলিয়া ৭ ডিগ্রি স্পর্শ করেছে।


  অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটা কমে গেছে। সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের পার্বত্য এলাকায় তুষারপাতেরও হালকা সম্ভাবনা রয়েছে।


Post a Comment

0 Comments