এবার বাবুল সুপ্রিয় ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

সংবাদপত্র ডেস্ক, 05 জানুয়ারি , 2025: শুক্রবার রাতে দ্বিতীয় হুগলী সেতুর উপর দুই নেতার কান্ড দেখে স্তম্ভিত হয়েছিলেন নাগরিক মহল। সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল যান চলাচল। এবার সেই ঘটনার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলেন সমাজকর্মী প্রতাপ বসু। 





শনিবার বিকেলে তিনি অভিযোগ লিপিবদ্ধ করান। প্রতাপবাবুর বক্তব্য, সাধারণ মানুষ এই কাজ করলে পুলিশ সঙ্গে-সঙ্গে ব্যবস্থা নিত। যেহেতু তাঁর প্রভাবশালী। সেই কারণে সঙ্গে-সঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে। আইনের চোখে তো সকলে সমান। তাহলে কেন পুলিশ দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা নিল না? তিনি বলেন, “দু’জনই এ রাজ্যের জনপ্রতিনিধি। একজন যান লোকসভায় অন্যজন বিধানসভায়। একজন আবার রাজ্যের মন্ত্রী। আর যিনি সাংসদ তিনি আগে বিচারপতি ছিলেন। গতকাল ওঁরা যে ঘটনা ঘটিয়েছেন। সর্বপরি যে অশ্রাব্য ভাষা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেই ভাষা সুস্থ পরিবেশ নষ্ট করে। সেই কারণে আমি অভিযোগ জানাতে বাধ্য হয়েছি।” এই ঘটনায় মুখ পুড়েছে বাংলার, বাংলার সংস্কৃতির।


  শুক্রবার রাতে কলকাতা থেকে হাওড়া যাচ্ছিলেন অভিজিৎ। সে সময়ে টোল ট্যাক্সের আগেই বাবুল সুপ্রিয়র সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। হর্ন বাজানোকে কেন্দ্র করে মন্ত্রী ও সাংসদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। দু’পক্ষের মধ্যে বাগ বিতণ্ডা শুরু। অভিযোগ ওঠে, গালিগালাজেরও। পরে ঘটনাস্থলে যায় হেস্টিংস থানার পুলিশ। দু’জনকেই থামাতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।


Post a Comment

0 Comments