সংবাদপত্র ডেস্ক, 06 জানুয়ারি , 2025: উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সকালেই খবর পাওয়া গিয়েছিল বেঙ্গালুরুতে ৮ মাসের এক শিশুর রক্তে HMPV পজিটিভ। তার কিছু সময় পরেই দেখা যায় আরও এক ৩ মাসের শিশুও ওই রোগে আক্রান্ত। এবার খবরে জানা গেলো গুজরাটের এক শিশুর রক্তে HMPV পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তের বয়স ২ বছরের আশেপাশে। রোগীকে আমেদাবাদের চাঁদখেদা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাভাবিক কারণেই উদ্বেগ বাড়ছে সকলের।
0 Comments