পানিশালায় আক্রান্ত তৃণমূল কংগ্রেসের জেলা মহিলা সভানেত্রী শুচিস্মিতা দেবশর্মা! অভিযোগের নিশানায় বিজেপি

 



পানিশালার পানিগ্রামে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের জেলা মহিলা সভানেত্রী শুচিস্মিতা দেবশর্মা। তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই একাজ করিয়েছে। উল্লেখ্য এ দিন নিজস্ব কাজে সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। তারপর কিছুক্ষণ পর পানিগ্রামে উপস্থিত হলে আচমকাই ওনাকে পিছন থেকে আঘাত করা হয় এবং মাথা ফেটে গিয়ে রক্তপাত হয়। পরে এলাকার সাধারণ মানুষ ওনাকে হাসপাতালে ভর্তি করেন। এদিনের এই ঘটনার পর থেকে আবার উতপ্ত কোচবিহারের রাজনীতি। জেলা সভাপতি পার্থ প্রতিম রায় ফেসবুক পোষ্ট করে বিজেপিকে উল্লেখ করে তোপ দাগেন। তিনি লেখেন, "পানিশালার পানিগ্রামে বিজেপি গুন্ডা দীপংকরের দ্বারা আক্রান্ত আমাদের জেলা মহিলা সভানেত্রী শুচিস্মিতা দেবশর্মা। বিজেপি সভানেত্রী মালতি দেবীর কাছে প্রশ্ন আপনাদের পোষ্য গুন্ডারা কি মানবাধিকার কমিশনের টাওয়ারে নেই। একজন মহিলার হয়ে আপনি নিজেই একটা বিবৃতি দিন হ্যাঁ বিজেপির গুন্ডাবাহিনীই দ্বারাই শুচিস্মিতা আক্রান্ত।  আর বাকীটা প্রশাসন দেখবে।"


পার্থ প্রতিম রায় ছাড়াও একাধিক তৃণমূলের নেতা কর্মী সমর্থক ক্ষোভে ফেটে পড়েছেন এদিনের ঘটনায়। তৃণমূল যুব কংগ্রেসের জেলা  নেতৃত্ব জাকারিয়া হোসেন জানান,  এ আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না, বিজেপিকে ধিক্কার জানানোর পাশাপাশি তিনি প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন জানান।



Post a Comment

0 Comments