সংবাদপত্র ডেস্ক, ৩১জুলাইঃ
অবশেষে সমস্ত নাটকের অবসান ঘটিয়ে আজকে নিজের ফেসবুক পোস্টে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়ে দিলেন তিনি বিজেপি ছাড়ছেন।
এর সঙ্গে মিষ্টি কথার মাধ্যমে তিনি উগড়ে দিয়েছেন দলের রাজ্য নেতৃত্বের প্রতি একরাশ ক্ষোভ অভিমান। কিন্তু এখানে রাজনৈতীক মহলের মনে ধারণা জন্ম নিচ্ছে সত্যিই কি বাবুল রাজনৈতিক সন্ন্যাস নিলেন নাকি শুধু রং বদলাতেই এই পোস্ট। আর সেই আশঙ্কায় বাড়তি ইন্ধন দিয়েছে তার নিজের করা ফেসবুক পোস্টের কিছু অংশ রিমুভ করে দেওয়াতে।
দীর্ঘ ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি প্রথমে লেখেন, ” অন্য কোন দলেও যাচ্ছিনা। #TMC, #Congress, কোথাও নয়, Confirm করছি। কেউ আমাকে ডাকেও নি। কিন্তু কিছুক্ষনের মধ্যেই সেই লাইনটি, তার পোস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়। পরিবর্তে লেখা হয়, ‘বেশ কিছু সময়ে তো থাকলাম’.. কিছু মন রাখলাম কিছু ভাঙলাম.. কোথাও আপনাদের হয়তো আমার কাজে খুশি করলাম, কোথাও নিরাশ হতাশ করলাম | মূল্যায়ন আপনারাই নয় করবেন 😊 আমি ‘আমার’ মনে ওঠা সব প্রশ্নের জবাব দেওয়ার পরই বলছি.. আমার মতো করেই বলছি.. চললাম…’।
আর তার করা এই এডিট পোস্টই এখন রাজ্য রাজনীতির চর্চার বিষয়। তবে বাবুল সুপ্রিয় সত্যি রাজনৈতীক সন্ন্যাস নিচ্ছেন নাকি শুধুমাত্র রং বদলাতে চাচ্ছেন সেটা এখন সময়ের অপেক্ষা। আর সেই দিকেই তাকিয়ে রাজ্য রাজনীতির চোখ।



0 Comments