নিজস্ব সংবাদদাতা: টানা বৃষ্টিতে জলমগ্ন দিনহাটা শহর, বিপর্যস্ত জনজীবন। দিনহাটা শহর গত রাতভর টানা ভারী বৃষ্টিতে প্রায় সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। শহরের একাধিক প্রধান রাস্তা ও বাজার এলাকা থেকে শুরু করে পাড়াগুলোতেও হাঁটুজল জমে যাওয়ায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। অফিসযাত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম অসুবিধার সৃষ্টি হয়েছে।
বুধবার সকালেই পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করতে টানা বৃষ্টির মধ্যেই শহর পরিদর্শনে বের হন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। পুরসভার কর্মীদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন নিকাশিনালা, ড্রেন ও জল নিকাশের পথ খতিয়ে দেখেন তিনি। মন্ত্রী জানান, “প্রচণ্ড বৃষ্টির কারণে জল জমেছে, তবে যাতে দ্রুত জল বেরিয়ে যায় এবং শহরের মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেই চেষ্টাই করছি।” তিনি আরও বলেন, প্রয়োজন হলে অতিরিক্ত পাম্প বসিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।
এছাড়াও মন্ত্রী শহরের একাধিক ওয়ার্ডে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। পুরসভার কর্মীদের নির্দেশ দেন, জমে থাকা জল দ্রুত সরানোর জন্য জরুরি পদক্ষেপ নিতে।
এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৫ আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের কোচবিহার সহ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে জলাবদ্ধতার পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা।
0 Comments