কৃষকদের নিয়ে বিএসএফ-এর আলোচনা শিবির অনুষ্ঠিত হল দিনহাটার সীমান্তবর্তী এলাকা শুকারুর কুঠিতে

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে কৃষি কার্যক্রমের সময় উদ্ভূত নানা সমস্যার সমাধানে আজ একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হল। বিএসএফ ও বিএসএফ-এর আওতাধীন এলাকার কৃষক প্রতিনিধিদের মধ্যে এই সভাটি অনুষ্ঠিত হয় দিনহাটা ২নং ব্লকের শুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় খণ্ড সেউটি সাবরী ক্যাম্পে।



আলোচনা সভায় বিএসএফ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ১৩৮ নম্বর ব্যাটালিয়নের শ্রী গৌরব দাড়াল(ডেপুটি কমান্ডেন্ট),  কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বলবির সিং, ইন্সপেক্টর জি রাজকুমার। এবং কৃষকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিপুল বর্মন, অমল বর্মন, ইকরামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি সেকেন্দার আলী, দীপক সেন, ফারুক মিয়া, মাহাবুব রহমান, মোজাফ্ফর আলী, মোকাদ্দেস ইসলাম সহ স্থানীয় নেতৃত্বরা।

 আলোচনা হয় সীমান্তবর্তী কৃষকদের ফসল কাটার সময় বিএসএফ-এর নিরাপত্তা বিধি, সীমান্ত পারাপারের নিয়মাবলী, এবং কাঁটাতারের গেট খুলে দেওয়া সংক্রান্ত বিষয়ে। কৃষকরা অভিযোগ করেন, মাঝে মাঝে বিএসএফ-এর অতিরিক্ত কড়াকড়ির কারণে সময়মতো জমিতে প্রবেশ করা যায় না, ফলে ফসলের ক্ষতি হয়।

 বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে কখনো কখনো কড়াকড়ি করা হয় ঠিকই, তবে কৃষকদের সহযোগিতার দৃষ্টিকোণ থেকে সময়মতো গেট খোলা এবং কৃষকদের চলাচলে সহায়তা করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

এই আলোচনার মাধ্যমে দু’পক্ষই ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে সমস্যা সমাধানের আশ্বাস দেন। সীমান্ত অঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এমন আলোচনা সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন অনেকেই।

Post a Comment

0 Comments