নিউজ ডেস্ক: অনেকদিন ধরেই দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের অধিকার ক্ষেত্রে নিয়ে চীনের সঙ্গে বিরোধ চলছে। রিপোর্ট অনুযায়ী, এমন পরিস্থিতিতে ফিলিপাইন তার উপকূলীয় এলাকায় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র মোতায়েন করে চীনকে কড়া বার্তা দিতে চলেছে।
এবার বড় ধরনের ধাক্কা খেল চীন। চীনের আগ্রাসী মনোভাবের মুখোমুখি হওয়া ফিলিপাইন ভারতের সাথে বিশ্বের দ্রুততম সুপারসনিক অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল ব্রহ্মোস কেনার অনুমোদন দিয়েছে।
সংবাদ সংস্থা ANI থেকে জানা গিয়েছে, ফিলিপাইনের ন্যাশনাল ডিফেন্স ডিপার্টমেন্ট ব্রাহ্মোসের আধিকারিকদের কাছে এই তথ্য পাঠিয়েছে। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের জন্য এটিই প্রথম বিদেশি অর্ডার। এই চুক্তি ৩৭৪.৯ মিলিয়ন মার্কিন ডলারে হয়েছে। এই চুক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমেরিকার সহযোগী দেশ ফিলিপাইন চীনের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির জন্য ভারত-রাশিয়ার যৌথভাবে তৈরি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রতি আস্থা প্রকাশ করেছে। ব্রহ্মোস সুপারসনিক মিসাইল শব্দের তিনগুণ গতিতে অর্থাৎ ঘণ্টায় ৪৩২১ কিলোমিটার বেগে আঘাত হানতে সক্ষম।
0 Comments