নিজস্ব সংবাদ প্রতিনিধি, তনুময় দেবনাথ,দিনহাটাঃ রাতের অন্ধকারে প্রাথমিক বিদ্যালয়ের টিনের চাল ভেঙ্গে ঘরে ঢুকে চুরির ঘটনা দিনহাটা ২নং বামনহাট সার্কেলের ব্লকের চান্দেরকুঠি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে।
গতকাল গভীর রাতে বিদ্যালয়ে এ ঘটনা হয়েছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। দুষ্কৃতীরা স্কুলের টিনের চাল ভেঙে ঘরে ঢুকে স্কুলের কম্পিউটার, ফ্যান, পড়ুয়াদের পোশাক, থালা- গ্লাস ও টাকা পয়সা নিয়ে চম্পট দেয় বলে জানা যায়। নয়ারহাট ফাঁড়ীর পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গভীর রাতে একদল দুষ্কৃতী স্কুলের টিনের চাল ভেঙে ঘরে ঢোকে। তারা স্কুলের চারটি আলমারি ভেঙে ফেলে। আলমারিতে থাকা কম্পিউটার, শিশুদের পোশাক- পরিচ্ছদ, থালা- গ্লাস ছাড়াও স্কুলের বেশ কয়েকটি ফ্যান নিয়ে চম্পট দেয়।
সোমবার বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্কুলে এসে দেখতে পায় স্কুলের টিনের চাল ভাঙা। ঘরে ঢুকে দেখেন চারটি আলমারি ভাঙ্গা। আলমারিতে থাকা কম্পিউটার, স্কুলের নগদ হাজারখানেক টাকা, শিশুদের পোশাক পরিচ্ছদ নেই। এছাড়াও বেশ কয়েকটি ফ্যান নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। বিষয়টি জানতে পেরে বামনহাট সার্কেলের বিদ্যালয় পরিদর্শক ওয়াহিদুর রহমান ঘটনাস্থলে আসেন। পুলিশকে জানানোর পর পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনার তদন্ত শুরু করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোলেমান আলী জানান, আজ স্কুলে এসে দেখা যায় স্কুলের টিনের চাল ভাঙ্গা। ঘরে ঢুকে দেখা যায় চারটি আলমারি ভাঙ্গা এবং আলমারিতে থাকা কম্পিউটার, শিশুদের পোশাক পরিচ্ছদ এবং থালা গ্লাস নেই। এছাড়াও বেশ কয়েকটি ফ্যান দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে। বিষয়টি পুলিশ এবং সংশ্লিষ্ট সার্কেলের এস আইকে জানানো হয়েছে।
এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয় সমূহের বামনহাট সার্কেলের এস আই ওয়াহিদুর রহমান বলেন, স্কুলের শিক্ষকরা খবর দেন চান্দেরকুটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে চুরি হয়ে গিয়েছে। তাই সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে এসে তা দেখে পুলিশকে জানানো হয়। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
0 Comments