সংবাদপত্র ডেস্কঃ রাজকুমারী বাসমা হলেন সৌদির দ্বিতীয় শাসক রাজা সৌদের কনিষ্ঠ কন্যা। তাঁকে রাজপরিবারের অন্দরে ‘নারীদের প্রতি চলা অবিচারের’ বিপক্ষে বার বার সুর চড়াতে দেখা গিয়েছে। যা রাজপরিবারের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
রাজকুমারী বাসমা ২০১৯ সালের মার্চ মাসে চিকিৎসার জন্য সুইৎজ়ারল্যান্ডে যাওয়ার পথে হঠাৎ উধাও হয়ে যান। আদতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কোনও অভিযোগ ছাড়াই। এপ্রিলে প্রথম পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাসমা। জানাতে পারেন যে সুইৎজ়ারল্যান্ডের বিমান ধরার আগেই তাঁকে ধরে নিয়ে আসা হয়েছে।
সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন বাসমা ২০২০ সালে। লিখেছিলেন,
বছরখানেকের বেশি সময় ধরে তাঁকে রিয়াধের আল-হা’ইর জেলে বন্দি করে রাখা হয়েছে। তিনি অসুস্থ এ কথা জানিয়ে তিনি সৌদির বর্তমান যুবরাজ তথা তাঁর খুড়তুতো ভাই মহম্মদ সলমনের কাছে আবেদন জানান যে তাঁকে যেন মুক্ত করার ব্যবস্থা করা হয়। সঙ্গে তাঁর চিকিৎসারও ব্যবস্থা করা হয়।
একাধিক মানবাধিকার সংগঠন বাসমার মুক্তি পাওয়ার কথা জানিয়ে টুইট করেছে। রাজকুমারীর আইনজীবী হেনরি এসট্রামান্টের কথায়, ‘‘বাসমা এবং তাঁর মেয়ে সুহুদ জেদ্দায় তাঁদের বাড়িতে ফিরে গিয়েছেন গত ৬ জানুয়ারি।’’
0 Comments