আন্তর্জাতিক যাত্রীদের জন্য কড়া বিধিনিষেধ আনল কেন্দ্র!

 

Omicron: ওমিক্রনের আক্রান্তের সংখ্যা ভারতে ক্রমাগত বাড়ছে। এমন পরিস্থিতিতে বিদেশফেরত এবং বিদেশি যাত্রীদের জন্য নয়া কোভিড বিধি আনল কেন্দ্র সরকার। বলা হয়েছে, ভারতে পা রেখেই বাড়িতে সাত দিন কোয়ারান্টিনে থাকা বাধ্যতামূলক। 


এই নয়া নিয়ম ১১ জানুয়ারি মধ্যরাত থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিদেশফেরত এবং বিদেশি যাত্রীদের জন্য শুক্রবার এই নয়া নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক। তাতে বলা হয়েছে, উড়ানের ১৪ দিন আগে এয়ার সুবিধা পোর্টালে গিয়ে করোনা এবং টিকা সংক্রান্ত তথ্য আপলোড করতে হবে। 



সাম্প্রতিক কালে কোন কোন জায়গা বা দেশে গিয়েছেন, তারও বিশদ তথ্য জানাতে হবে। উড়ানের ৭২ ঘন্টা আগে আরটিপিসিআর টেস্ট করাতে হবে। তাতে কোভিড রিপোর্ট নেগেটিভ হলে, তারও একটি কপি আপলোড করতে হবে পোর্টালে। তাতে সরকার কোনও রকম অসঙ্গতি ধরা পড়লে কড়া আইনি পদক্ষেপ করবে।

Post a Comment

0 Comments