বিজেপির ক্ষমতায় আসা নিয়ে ভবিষ্যদ্বানী করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

 



২০২৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসতে পারবে না বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দ্ব্যর্থহীন ভাষায় এই ভবিষ্যদ্বানী করলেন। বৃহস্পতিবার দলের বর্ষপূর্তির দিন নয়া তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এই কথাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১০ মে থেকে আবার প্রশাসনিক বৈঠক করা হবে জানালেন তিনি।


বাংলার মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান সেরে তৃণমূল ভবনে আসেন। সেখানে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। তারপর সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ২০২৪ সালে কিছুতেই বিজেপি ক্ষমতায় আসবে না। ওঁর সব প্রশ্নের উত্তর আমি দেব না। তবে একটা কথা ওঁকে জিজ্ঞাসা করতে চাই, পেট্রপণ্য–ওষুধের দাম রোজ বাড়ছে। মানুষের পকেট থেকে টাকা কাটছে সেগুলি কী কাটমানি না ছাঁটমানি। ওঁকে জিজ্ঞেস করুন কাটমানির সংজ্ঞা কী? ওরা রোজ মিথ্যে কথা বলে।


তিনি আরও বলেন, রোজ বারবার একই কথা বলা মিথ্যেচার। ভ্রষ্টাচারের রাজনীতি করে বিজেপি। এক বছর পরে এসে তো অমিত শাহের মুখ লুকোনো উচিত।

Post a Comment

0 Comments