রাশিয়ার হয়ে যুদ্ধ করতে এসে উত্তর কোরিয়ার ৩০০ সৈনিকের মৃত্যু

 সংবাদপত্র ডেস্ক, 14 জানুয়ারি , 2025:রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। রাশিয়ার বিরাট শক্তি কিন্তু যুদ্ধ কৌশলে এগিয়ে ইউক্রেন। তার মধ্যে ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়নের অনেকেই। এদিকে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে কিম জন উন তার দেশের সেনাদের পাঠিয়েছে। আর খবর, উত্তর কোরিয়ার অন্তত ৩০০ সেনার মৃত্যু হয়েছে। লি সিয়ং কুয়েন নামে ওই কর্তা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের (Seoul) গোয়েন্দা সার্ভিসের তথ্য উল্লেখ করে জানান, উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে বন্দি (Captive) হওয়া থেকে বাঁচতে নাকি আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। 



   সংবাদসংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে লি জানান, উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে রাশিয়ায় কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছিল। সেখানেই প্রায় ৩০০০ জওয়ান হতাহত হয়েছেন। প্রায় ৩০০ জন জওয়ান মারা গিয়েছেন। এই খবরে ক্ষোভ বাড়ছে উত্তর কোরিয়ার সাধারণ মানুষের। দক্ষিণ কোরিয়ার আরও দাবি, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়াং-এ পারমাণবিক অস্ত্রশস্ত্র ও স্যাটেলাইট প্রোগ্রামে রাশিয়ার সহায়তার বিনিময়ে প্রায় ১০ হাজার সেনাকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পুতিনের দেশে পাঠিয়েছে কিমের সরকার।


Post a Comment

0 Comments