পথচারীকে ধাক্কা মারার অভিযোগে গ্রেফতার এক গাড়িচালক

 


নিউজ ডেস্ক: ফুলবাগান থানার পুলিশ মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পরপর পথচারীকে ধাক্কা মারার অভিযোগে এক গাড়িচালককে গ্রেফতার করল। শনিবার সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে কাদাপাড়া এলাকায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় এক পথচারীকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 


পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত গাড়ি চালকের নাম সঞ্জয় যাদব। বাজেয়াপ্ত করা হয়েছে একটি সাদা রঙের অ্যাম্বেসাডর গাড়ি। পুলিশ জানিয়েছে, গাড়িটির বিধাননগর আদালতের এক বিচারকের।

প্রতীকী ছবি


স্থানীয় বাসিন্দারা এদিন জানিয়েছেন, শনিবার সকাল ১১ টা নাগাদ ফুলবাগান থানা এলাকার শিবকৃষ্ণ দাঁ লেন ধরে দ্রুতগতিতে ছুটে আসতে থাকে একটি সাদা অ্যাম্বাসেডর গাড়ি। কোনও দিকে না তাকিয়ে সোজা একের পর এক পথচারীকে ধাক্কা মারে। এঁকেবেঁকে চলতে থাকে গাড়িটি। দুই পথচারীকে পর পর ধাক্কা মারলে তাঁরা গুরুতর জখম হন। চোখের সামনে বেপরোয়া গাড়ির তান্ডব দেখে আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এরপরে আরও এক পথচারীর পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন ওই চালক। তারপরই গাড়িটিকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারাই।


পুলিশে খবর দেওয়া হয়। ফুলবাগান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। সঞ্জয় যাদব নামে ওই চালক মদ্যপ অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে দাবি। চালককে গ্রেপ্তার করে সাদা অ্যাম্বাসেডর গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা গাড়িটি বিধাননগর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারকের বলে জানা গিয়েছে। যদিও বিচারক দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না।

Post a Comment

0 Comments