বাড়তে চলেছে রেলের ভাড়া!

 


Indian railways:  বাড়তে চলেছে দূরপাল্লার ট্রেনের ভাড়া। এবার থেকে ঘুরপথে দূরপাল্লার ট্রেনের টিকিটের মূল্য হিসেবে অতিরিক্ত ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত দিতে হতে পারে যাত্রীদের। রেল কর্তৃপক্ষ ভবিষ্যতে উন্নত স্টেশনগুলিতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা পাওয়া এবং স্টেশনের মানোন্নয়নের জন্য টিকিটের দামের উপর এই অতিরিক্ত টাকা ধার্য করতে চলেছেন।


একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রেলের এক কর্তা জানান, ‘‘এর ফলে আরও বেশি সংখ্যক স্টেশনের মানোন্নয়ন করা যেতে পারে।’’ সম্প্রতি সব জোনের জেনারেল ম্যানেজারকে এই মর্মে একটি চিঠি পাঠিয়েছেন রেলের প্যাসেঞ্জার্স মার্কেটিং বিভাগের ডিরেক্টর বিপুল সিঙ্ঘল। 


এই চিঠিতেই পরিষ্কার করে জানানো হয়েছে, অসংরক্ষিত আসন থেকে বাতানুকূল আসনের জন্য টিকিটের দামের সঙ্গে ১০ টাকা থেকে ৫০ টাকা অতিরিক্ত মূল্য গুনতে হবে। রেল বোর্ডের জারি করা নির্দেশিকা অনুযায়ী, শ্রেণি ভিত্তিক স্টেশনগুলির মানোন্নয়নের জন্য যাত্রীদের টিকিটে এই অতিরিক্ত মূল্য ধার্য করা হবে।এই ভাড়া বৃদ্ধির আওতার বাইরে শহরতলির প্যাসেঞ্জার ট্রেনগুলি।

Post a Comment

0 Comments